Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

০৯-১১জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে উপজেলা ও মাঠ পর্যায়ে বিশেষ কর্মসূচী গ্রহণ:

বিশ্ব জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের ওপর জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর ১১ জুলাই পালিত হয় বিশ্ব জন্যসংখ্যা দিবস। বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি পালিত হয়ে থাকে। উল্লেখ্য ১৯৮৭ সালের ১১ জুলাই তারিখে বিশ্ব জনসংখ্যা ৫০০ কোটি ছাড়িয়ে গেলে সারা বিশ্বের জনমানুষের মধ্যে যে আগ্রহের সৃষ্টি হয়, তাতে অনুপ্রাণিত হয়ে ১৯৮৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির পরিচালনা পরিষদ এই দিবসটি প্রতিষ্ঠা করে। বিশ্ব জনসংখ্যা দিবসের লক্ষ্য হলো পরিবার পরিকল্পনা, লিঙ্গসমতা, দারিদ্র, মাতৃস্বাস্থ্য এবং মানবাধিকারের মতো জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধি করা।

বিশ্ব জনসংখ্যা দিবসের ২০২৪ সালের প্রতিপাদ্য– ‘অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যতার ভিত্তিতে টেকসই ও সহনশীল ভবিষ্যৎ গড়ে তুলি’। বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে উপজেলা ও মাঠ পর্যায়ে ০৯-১১জুলাই  ০৩ (তিন) দিনব্যাপী স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি সেবা, মা ও শিশু স্বাস্থ্য সেবা, কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সেবাসহ অন্যান্য সেবা প্রদানের জন্য বিশেষ কর্মসূচী গ্রহণ করা হয়।