লঞ্চ যোগে-
ঢাকা সদরঘাট থেকে ঢাকা-চরফ্যাশন লঞ্চে বেতুয়া লঞ্চঘাট নেমে স্বাস্থ্য কমপ্লেক্স এর মসজিদ সংলগ্ন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে আসতে হবে। রিক্সা/ভ্যানযোগে যাতায়াতের সুযোগ আছে এবং প্রত্যেক ইউনিয়ন থেকে রিক্সা,মটর সাইকেল, ভ্যান, বাস গাড়ি, অটো রিক্সার মাধ্যমে যাতায়াত করা যায়।
সড়ক পথে-
ঢাকা থেকে ঢাকা-গুলিস্তান/যাত্রাবাড়ি জাতীয় মহাসড়কে হয়ে বরিশাল। বরিশাল থেকে স্পিডবোট অথবা লঞ্চ অথবা ফেরিতে ভোলা। ভোলা থেকে বাস/অটো/সি.এন.জি/মাহেন্দ্রা/ট্যাক্সি যোগে চরফ্যাশন উপজেলা।
বিঃদ্রঃ-রেল পথে চরফ্যাসন উপজেলার সাথে সরাসরি কোন যোগাযোগ নাই।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস